কামালা হ্যারিসের গাড়িবহরে তরল পদার্থ নিক্ষেপ, গ্রেফতার ১

মুনা নিউজ ডেস্ক | ১১ মার্চ ২০২৪ ১৯:১৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের গাড়িবহরে লাল রঙের তরল পদার্থ নিক্ষেপ করে গ্রেফতার হয়েছেন এক নারী। ৮ মার্চ, শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ক্যাম্পেইন চালাকালীন এ ঘটনা ঘটে।

১০ মার্চ, রোববার এক প্রতিবেদনে ফক্স নিউজ জানিয়েছে, গ্রেফতার ওই নারীর নাম অ্যানাসিলভিয়া গোমেজ-জামোরা (৩০)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফিনিক্স শহরের সেভেন স্ট্রিট এবং সাউদার্ন অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। এ কারণে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। জামোরার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও গ্রেফতারে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

ফনিক্স পুলিশ জানিয়েছে, যে রাস্তা দিয়ে কামালা হ্যারিসের গাড়িবহর যাচ্ছিল সেখানে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। সেখান থেকেই তিনি লাল রঙের তরল পদার্থ ছোড়েন; আর তা গাড়িতে থাকা আটজন পুলিশ কর্মকর্তার ওপর পড়ে।

ফক্স নিউজকে সার্জেন্ট ফিল ক্রাইনস্কি বলেন, ওই এলাকার অন্যান্য পুলিশ কর্মকর্তা ওই নারীকে শনাক্ত করে গ্রেফতার করেন।

তবে, তরলটি কোনো বিপজ্জনক পদার্থ ছিল না বলে শনাক্ত করা হয়েছে। আর গোমেজ-জামোরাকে শনিবার ম্যারিকোপা কাউন্টির কারাগারে পাঠানো হলেও পরবর্তীতে ছেড়ে দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: