ইলন মাস্কের রাজত্বে জেফ বেজোসের হানা

মুনা নিউজ ডেস্ক | ৫ মার্চ ২০২৪ ০৫:৩১

ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করেছেন  অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস : সংগৃহীত ছবি ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস : সংগৃহীত ছবি

রকেট কোম্পানি স্পেসএক্স মালিক ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করেছেন অনলাইনে পণ্য বিক্রির ওয়েবসাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ৪ মার্চ, সোমবার ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে এই রদবদল হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন ইলন মাস্ক। আর প্রথমবারের মতো এই তালিকায় সবার ওপরে উঠল বেজোসের নাম।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেফ বেজোসের মোট সম্পদের মূল্য এখন ২০০ বিলিয়ন ডলার। অন্যদিকে দুই নম্বরে চলে যাওয়া ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম কমে গেছে। তিনি বিগত এক বছরে প্রায় ৩১ বিলিয়ন ডলার হারিয়েছেন। সর্বশেষ সোমবারই টেসলার শেয়ার ৭ শতাংশেরও বেশি কমে গেছে।

ব্লুমবার্গ আরও জানিয়েছে, ইলন মাস্কের সম্পদ কমলেও বিগত এক বছরে সম্পদ বেড়েছে বেজোসের। বেজোস ২৩ বিলিয়ন ডলার লাভ করেছেন এক বছরে।

ইলন মাস্ক ২০২৩ সালের মে মাসে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব বাগিয়ে নিয়েছিলেন। সে সময় এলভিএমএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আরনল্ট শীর্ষে থাকলেও তাকে হটিয়ে দিতে সক্ষম হয়েছিলেন মাস্ক।

বর্তমানে ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আরনল্ট। তার সম্পদের পরিমাণ এখন ১৯৭ বিলিয়ন ডলার।

তিন বিলিয়নেওয়ার মাস্ক, বেজোস ও আরনল্ট বিগত কয়েক মাস ধরে ঘুরে ফিরে বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষস্থানে থাকছেন।

তালিকায় ১৭৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং পঞ্চম স্থানে রয়েছেন বিল গেটস। বর্তমানে বিল গেটসের সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার। এক সময়ে বিশ্বের এক নম্বর ধনী বিল গেটস নিজের বহু সম্পদ দান করে দেওয়ায় তালিকায় কিছুটা নিচে রয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: