আলাস্কা উপকূলে‘গুপ্তচর বেলুন’, যা জানাল এফবিআই

মুনা নিউজ ডেস্ক | ২ মার্চ ২০২৪ ০৭:৩১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আলাস্কা উপকূলের আকাশে দেখা গিয়েছে ‘গুপ্তচর বেলুনের’। শুক্রবার স্থানীয় কয়েকজন মৎসজীবী বেলুনটি দেখতে পেয়ে দেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) এ সম্পর্কে অবহিত করেছেন।

গত সপ্তাহে আলাস্কার আকাশে একটি গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছিল। বিমান বাহিনীর যুদ্ধবিমান সেই বেলুনটি ধ্বংসও করেছিল। তার পর ফের শুক্রবার শনাক্ত হলো নতুন এই বেলুনটি।

মৎসজীবীরা বেলুনটির ছবি তুলে এফবিআই কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন বলেও জানা গেছে। তবে তারা জানিয়েছেন, বেলুনটি আদৌ ‘গুপ্তচর’ বেলুন কি না, সে সম্পর্কে তারা নিশ্চিত নন।

এফবিআই অবশ্য নিশ্চিত যে এটি একটি গুপ্তচর বেলুন। কারণ গত বছর ভার্জিনিয়ার আকাশে যে বেলুনটি দেখা গিয়েছিল, সেটির সঙ্গে মৎসজীবীদের পাঠানো ছবির বেলুনটির সাদৃশ্য রয়েছে।

কিন্তু তারপরও বেলুনটি যে চীন পাঠিয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি এফবিআই। গত সপ্তাহে যে বেলুনটি ধ্বংস করা হয়েছিল, সেটিও কোথা থেকে এসেছে— স্পষ্টভাবে জানা যায়নি এখনও।

এএফবিআই বলেছে, বেলুনটি সম্পর্কে ইতোমধ্যে প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্টাংশ এফবিআই ল্যাবে পাঠানোর অনুরোধও করেছে সংস্থাটি।

এদিকে শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) বলেছে, বেলুনটিকে আমরা পরীক্ষা করেছি। আমাদের কাছে এটিকে কোনো গুপ্তচর বেলুন মনে হয়নি। সম্ভবত শখের বশে কেউ বেলুনটি উড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: