চাঁদে পৌঁছাল যুক্তরাষ্ট্রের মহাকাশযান

মুনা নিউজডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৩

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


৫০ বছর পর ফের চাঁদে পৌঁছাল মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযানটি অবতরণ করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

এই প্রথম ব্যক্তিমালিকানাধীন কোনো মহাকাশযান চাঁদে পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিন এই মহাকাশযান তৈরি করেছে।


ইনটুইটিভ মেশিন ও নাসা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ষড়ভূজ আকৃতির রোবট অডিসিয়াস স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে।



আপনার মূল্যবান মতামত দিন: