যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মহাসড়কে গতকাল শুক্রবার বিকেলে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটিতে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। ইঞ্জিন বিকল হওয়ার কারনে এমন হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
দুর্ঘটনার সময় বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ উড়োজাহাজটিতে পাঁচজন আরোহী ছিলেন বলে এক্স বার্তায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। পরে সেটি ছোট শহর নাপলসের পাশে মহাসড়কে ভেঙে পড়ে।
দুই ইঞ্জিনের ছোট উড়োজাহাজটির নাপলস মিউনিসিপ্যাল বিমানবন্দরে নামার কথা ছিল। এর ঠিক আগে পাইলট নিয়ন্ত্রণকক্ষকে জানান, উড়োজাহাজের একটি ইঞ্জিনও কাজ করছে না। তিনি জরুরি অবতরণের অনুমতি চান বলে বিবৃতিতে জানান ওই বিমানবন্দরের মুখপাত্র রবিন কিং।
রবিন কিং আরও বলেন, জরুরি অবতরণের অনুরোধ পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর নিরাপদে অবতরণ করতে পারেনি। উড়োজাহাজটি ওহাইও স্টেট ইউনিভার্সিটি বিমানবন্দর থেকে উড়েছিল।
তবে এ দুর্ঘটনায় ওই মহাসড়কে কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে কি না, সেটা জানা যায়নি। দুর্ঘটনাটি নিয়ে তদন্ত করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
আপনার মূল্যবান মতামত দিন: