ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশের বেশি মানুষ এমনটাই বিশ্বাস করেন। গত বুধবার প্রকাশিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।
২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট ও ইন্টারনেটভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ইউগভ। জরিপে দেখা গেছে, দেশটির প্রাপ্তবয়স্কদের ৩৫ শতাংশ মনে করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান আসলে গণহত্যা। তবে ৩৬ শতাংশ ভিন্নমত প্রকাশ করেছেন। তাঁদের মতে, এটি গণহত্যা নয়। বাকি ২৯ শতাংশ নিশ্চিত করে কিছু বলেননি।
জরিপ বলছে, তরুণদের (১৮-২৯) মধ্যে এ নিয়ে ভিন্নমত রয়েছে। প্রায় অর্ধেক (৪৯ শতাংশ) বাসিন্দা মনে করেন, এটি গণহত্যা। ২৪ শতাংশের মতে, এটি গণহত্যা নয় এবং ২৭ শতাংশ নিশ্চিত করে কিছু বলেননি।
নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৪৯ শতাংশ বিশ্বাস করেন, ইসরায়েলের কর্মকাণ্ডে গণহত্যার বৈশিষ্ট্য আছে। ২১ শতাংশ মনে করেন, এটি গণহত্যা নয় এবং ৩০ শতাংশ নিশ্চিত করে কিছু বলেননি। এর বিপরীতে ইসরায়েলের পক্ষে রিপাবলিকানদের সমর্থন বেশি। ৫৭ শতাংশ রিপাবলিকানের ভাষ্য, এটা গণহত্যা নয়। মাত্র ১৮ শতাংশ বিশ্বাস করেন, গাজায় গণহত্যা চলছে এবং ২৫ শতাংশ কোনো সিদ্ধান্ত জানাননি।
নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামীকাল শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার কথা।
দক্ষিণ আফ্রিকা বলছে, ৫০টির বেশি দেশ তাদের অবস্থানকে সমর্থন করেছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছেন।
আপনার মূল্যবান মতামত দিন: