যুক্তরাষ্ট্রে নাক ডাকার উচ্চ শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ক্রিস্টোফার ক্যাসি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তির নাম রবার্ট ওয়ালেস (৬২)। তার বিরুদ্ধে প্রতিবেশী ক্রিস্টোফার ক্যাসি জোরে নাক ডাকার অভিযোগ করেছিলেন। এ নিয়ে দুজনের মাঝে তীব্র বাগ-বিতণ্ডা হয়। এর একপর্যায়ে ওয়ালেসকে ছুরিকাঘাতে হত্যা করেন ক্যাসি।
গত ১৫ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পেনসিলভানিয়ার বাসিন্দা রবার্ট ওয়ালেসকে তার প্রতিবেশী ক্যাসি ছুরিকাঘাত করেছেন বলে টেলিফোনে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছুরিকাঘাতের কারণ সম্পর্কে জানতে পারেন।
ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা রবার্ট ওয়ালেসকে তার বাসভবন থেকে প্রায় ৫০ ফুট দূরে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। তিনি যন্ত্রণায় চিৎকার করছিলেন। এ সময় তার শরীর থেকে রক্তপাত হয়। পরে দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়ের করা মামলার যৌথ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে পেনসিলভানিয়া পুলিশ। এতে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির বিবাদের বিষয়ে পুলিশ আগে থেকেই অবগত ছিল। ভুক্তভোগী ব্যক্তির নাক ডাকাসহ আরও কিছু বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ক্রিস্টোফার। দুজনের বাসভবনে যৌথ সীমানা প্রাচীর থাকলেও রবার্ট ওয়ালেসের নাক ডাকার শব্দে নিজের ঘুমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ বলেছে, তর্ক-বিতর্কের দিন ওয়ালেসের বাসভবনে গিয়েছিলেন ক্রিস্টোফার। আর ওই সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। পরে বাসার জানালা থেকে পর্দা সরিয়ে ফেলেন তিনি। ঘরের বাইরে থেকে ক্যাসির সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত। এর এক পর্যায়ে বিশাল আকারের সামরিক ধাঁচের ছুরি দিয়ে জানালা কেটে ফেলেন তিনি। পরে তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন তিনি।
পুলিশ ভুক্তভোগী ওয়ালেসের বাসার ভেতরে এবং বাইরে রক্ত দেখতে পায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ক্যাসিকে গ্রেফতার করেছে পেনসিলভানিয়া পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: