মাঝ আকাশে বিমানে আগুন

মুনা নিউজ ডেস্ক | ২০ জানুয়ারী ২০২৪ ০৭:১২

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

প্রতিদিনের মতো সবকিছু দেখেশুনে আকাশে উড়াল দেয় অ্যাটলাস এয়ারের একটি কার্গো বিমান। কয়েক মিনিট স্বাভাবিকভাবেই চলে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। বিমানের ইঞ্জিনে দেখা দেয় ত্রুটি। একপর্যায়ে মাঝ আকাশেই বিমানে আগুন ধরে যায়। আগুনে পুড়তে থাকে বিমানের একটি ডানা। শুধু তাই নয়, সেখান থেকে ঝরে পড়তে থাকে বড় বড় ফুলকি। বিমানের এমন পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে এই ভয়াবহ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কিছুক্ষণ পরই বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কেউ হতাহত হয়নি। তবে বিমানে কতজন ক্রু সদস্য ছিলেন তা স্পষ্ট না।

দুর্ঘটনাকবলিত বিমানটি যুক্তরাষ্ট্রের কার্গো বিমান সংস্থা অ্যাটলাস এয়ারের। এটি বোয়িং ৭৪৭-৮ মডেলের একটি বিমান। চারটি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত একটি বিমান।

এক বিবৃতিতে অ্যাটলাস এয়ার বলেছে, বিমানের ক্রু সদস্যরা সব ধরনের আদর্শ মানদণ্ড অনুসরণ করেছেন। বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটছে তা জানতে তদন্ত করা হবে।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানের বাম ডানা আগুনে পুড়ছে। সেখান থেকে বড় বড় ফুলকি ঝরে পড়ছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিওয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: