যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন সিনেটর ও রিপাবলিকান নেতা টিম স্কট। গতকাল ১২ নভেম্বর, রোববার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন সিনেটে একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান এই নেতা।
টিম স্কট বলেন, ‘আমি আমার নির্বাচনী প্রচারণা স্থগিত করছি। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটাররা। আমি মনে করি তারা আমার উদ্দেশে পরিষ্কার বার্তা দিয়েছেন। তারা আমাকে বলছেন : এখন নয় টিম।’
এর আগে গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা মাইক পেন্স প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছিলেন। এবার এ নির্বাচনের আগে দ্বিতীয় হেভিওয়েট রিপাবলিকান প্রার্থী হিসেবে সরে দাঁড়ালেন টিম স্কট। আগামী বছরের নভেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় মাইক পেন্স বলেছিলেন, ‘আমরা সবাই জানি, লড়াইয়ে চড়াই-উতরাই থাকবে। তবে সময়টা এখন আমার নয়। এ জন্য অবশ্য আমার কোনো অনুশোচনা নেই।’
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। ট্রাম্প ছাড়াও এবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন নেতা। এ প্রার্থীর সংখ্যা দুই অঙ্কের ঘরে যেতে পারে বলে জানিয়েছে আলজাজিরা।
আপনার মূল্যবান মতামত দিন: