যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মানুষ হামাসে যোগ দিতে উদ্বুদ্ধ হবে : জেনারেল চার্লস কিউ ব্রাউন

মুনা নিউজ ডেস্ক | ১১ নভেম্বর ২০২৩ ০২:৫৪

সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে পরিস্থিতি তত বেশি জটিল হবে জেনারেল চার্লস কিউ ব্রাউন : সংগৃহীত ছবি সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে পরিস্থিতি তত বেশি জটিল হবে জেনারেল চার্লস কিউ ব্রাউন : সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধাবস্থার সমাধান করা গেলে বেসামরিক নাগরিকদের হামাসে যোগ দেওয়া ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান সামরিক উপদেষ্টা।

জেনারেল চার্লস কিউ ব্রাউনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এর জন্যই আমরা সময়ের কথা বলি। যত দ্রুত আপনি এ দ্বন্দ্বের অবসান করতে পারবেন, বেসামরিক নাগরিকদের হামাসের সদস্যে পরিণত হওয়া নিয়ে কম চিন্তা করতে হবে।’

ব্রাউন আরও বলেন, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছে, সেটিই একটু বেশিই। ২০০৬ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকায় শাসন করে আসছে হামাস।’

ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো হামাসের শীর্ষ নেতাদের আটক করা। তবে এ লক্ষ্য আরও জলদি অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাপানে পৌঁছানোর আগে ব্রাউন সাংবাদিকদের বলেন, ‘এ সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে।’

আমেরিকা ও পশ্চিমাদের সাহায্য ও সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৩০ হাজারের মতো আহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) ৬ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় গত এক মাসে গড়ে প্রতি ১০ মিনিটে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় প্রতি ১০ মিনিটে গড়ে এক শিশু নিহত ও দুজন আহত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: