এই বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণ রাশিয়ান সার আমদানি করেছে। এসব সারের মূল্য ছিল ৯৪৪ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান পরিষেবার সর্বশেষ তথ্য অনুসারে এ বিষয়টি জানা গেছে।
২০২২ সালের একই সময়ের তুলনায় এ কেনাকাটা পাঁচ শতাংশ বেড়েছে। যাইহোক এ রাশিয়ার পণ্যের আমদানি জুলাইয়ের তুলনায় জুন মাসে তিনগুণ কমেছে। তবে এ সারের আমদানি ২০২১ সালের আগস্ট থেকে তাদের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
রাশিয়া এই বছর যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম সার সরবরাহকারী ছিল। আমেরিকায় সার রফতানিতে কানাডার পরের অবস্থানে আছে দেশটি। রাশিয়া জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছিল।
রাশিয়া বিশ্বের বৃহত্তম সার উৎপাদক। দেশটি বিশ্বের ১৫ শতাংশ সার উৎপাদন করে। রুশ সার রফতানি সরাসরি পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ছিল না। এরপরও রাশিয়া সফলভাবে এশিয়ায় সার রফতানি অব্যাহত রেখেছে।
রাশিয়ান ফার্টিলাইজার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের প্রধান আন্দ্রে গুরিয়েভ মে মাসে অনুমান করেছিলেন যে বছরের শেষ নাগাদ পণ্যটির রফতানি প্রাক-নিষেধাজ্ঞার স্তরে পৌঁছাতে পারে।
সূত্র : আরটি
আপনার মূল্যবান মতামত দিন: