যুদ্ধের অর্থ জোগাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

মুনা নিউজ ডেস্ক | ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য আমেরিকান অর্থ সহায়তার অনুমোদন করাতেই এ সফর করছেন তিনি। এ ছাড়া এ সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন তিনি। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন অজ্ঞাত সরকারি সূত্রের বরাতে জেলেনস্কির এ সফর সংশ্লিষ্ট বিভিন্ন খবর সামনে নিয়ে আসতে থাকে গণমাধ্যম।

এবারের ওয়াশিংটন সফরে আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন জেলেনস্কি। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে একটি যাত্রাবিরতি দিতে পারেন।

জেলেনস্কি এমন এক সময়ে ওয়াশিংটন সফর করবেন, যখন আমেরিকান আইনপ্রণেতারা দেশের বাজেট নিয়ে সংসদে বিতর্ক করবেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের বাজেট পাসের সময়সীমা বেঁধে দেওয়া আছে।

ইউক্রেনকে আরও ২ হাজার ৪০০ বিলিয়ন আমেরিকান ডলারের সহায়তা দিতে কংগ্রেসের কাছে আবেদন করেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ১৩ দশমিক ১ বিলিয়ন সামরিক সহায়তা এবং সাড়ে ৮ বিলিয়ন মানবিক সহায়তা রয়েছে।

তবে বেশ কয়েকজন আমেরিকান আইনপ্রণেতা রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন, বিশেষ করে রিপাবলিকান আইনপ্রণেতারা।

যুদ্ধের শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ১১৩ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে কংগ্রেস। তবে শেষবার গত ডিসেম্বরে তহবিল ছাড় দেয় আমেরিকান আইনসভা। তখন অবশ্য আমেরিকান আইনসভার প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল ছিল ডেমোক্র্যাট পার্টি।

আগামী সপ্তাহে ক্যাপিটল হিলে গেলে ‍২০২২ সালে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো জেলেনস্কি সেখানে যাবেন। গত ডিসেম্বরের প্রথম সফরে আমেরিকান কংগ্রেসে বক্তব্য দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: