যুক্তরাষ্ট্রের একসঙ্গে সাত টর্নেডোর আঘাত : নিহত ৫

মুনা নিউজ ডেস্ক | ২৭ আগস্ট ২০২৩ ১৯:৫২

যুক্তরাষ্ট্রের একসঙ্গে সাত টর্নেডোর আঘাত : সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের একসঙ্গে সাত টর্নেডোর আঘাত : সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের মিশিগান ও ওহাইও রাজ্যে একসঙ্গে সাতটি টর্নেডো আঘাত হেনেছে। এতে দুই রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট, শুক্রবার যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, একটি ইএফ-২ ক্যাটাগরির টর্নেডো ২৪ আগস্ট, বৃহস্পতিবার রাতে ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ মাইল অর্থাৎ ২০১ কিলোমিটার গতিতে মিশিগানের রাজধানী শহর লানসিংয়ে আঘাত হানে। এতে ৮৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরও জানায়, এরপর ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল তথা ১৪৫ কিলোমিটার বেগে মিশিগানের ইংহ্যাম কাউন্টি থেকে সংলগ্ন লিভিংস্টোন কাউন্টির ওপর দিয়ে বয়ে যায় ইএফ-১ ক্যাটাগরির টর্নেডো। এছাড়া রাজ্যের ওয়েন কাউন্টির বেলেভিল ও জিব্রাল্টার এলাকায় ইএফ-১ ক্যাটাগরির আরও চারটি টর্নেডোর খবর পাওয়া গেছে।

পাশাপাশি ইএফ-০ ক্যাটাগরির আরও টর্নেডোর একটি টর্নেডোর ডেট্রয়েটের পশ্চিমে ওয়েন কাউন্টির ক্যান্টন টাউনশিপে আঘাত হানার খবর পাওয়া গেছে।

এসব টর্নেডোয় মিশিগানের পাশাপাশি পার্শ্ববর্তী ওহাইও রাজ্যের সংশ্লিষ্ট এলাকাগুলোতে ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। ছাড় উড়ে গেছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে। এতে হাজার হাজার অধিবাসী বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এর আগে গত সপ্তাহে ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের জনস্টনে ঘণ্টায় ১১৫ মাইল গতিতে একটি টর্নেডো আঘাত হানে। এটি রীতিমতো তাণ্ডব চালায় অঞ্চলটিতে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। টর্নেডোর আঘাতে গাছ উপড়ে গাড়ির ওপর পড়ে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সে দৃশ্য। তবে ভাগ্যক্রমে বেঁচে যান ভিতরে থাকা গাড়ির চালক।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসেই দেশটির আরকানসাস, টেনেসি, ইলিনয়, ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপির মতো দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে একসঙ্গে ৬০টিরও বেশি টর্নেডো আঘাত হানে।

এতে বহু বাড়িঘর ধ্বংস হয় এবং হাজার হাজার লোকের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। বহু লোকের আহত হবার খবরও পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি টর্নেডোর সংখ্যা বেড়েছে। এর ফলে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ওয়াশিংটন পোস্টের এক হিসেবে, চলতি বছর এখন পর্যন্ত টর্নেডোয় প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে। যা গত বছরের (২০২২) মৃত্যুর চেয়ে প্রায় তিনগুণ। ২০২২ সালে ২২ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : এপি নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: