নেসলের পণ্যে কাঠের গুঁড়া ; প্রত্যাহারের ঘোষণা নেসলে যুক্তরাষ্ট্রের

মুনা নিউজ ডেস্ক | ১৬ আগস্ট ২০২৩ ১৯:১৬

নেসলের কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা নেসলে যুক্তরাষ্ট্রের : সংগৃহীত ছবি নেসলের কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা নেসলে যুক্তরাষ্ট্রের : সংগৃহীত ছবি


সুইজারল্যান্ড ভিত্তিক খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের পণ্যে কাঠের গুঁড়ার সম্ভাব্য উপস্থিতির কারণে বাজার থেকে কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নেসলে যুক্তরাষ্ট্র।

আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, মূলত নেসলে টোল হাউজের চকলেট চিপ কুকি ডফ ‌‘ব্রেক অ্যান্ড বেক’ বার পণ্যের দুইটি ব্যাচ সরিয়ে নেওয়া হবে। যা তৈরি হয়েছে এ বছরের ২৪ ও ২৫ এপ্রিল। কিন্তু টোল হাউজের অন্যান্য পণ্য যেমন রেফ্রিজারেটেড কুকি ডফ ‘ব্রেক অ্যান্ড বেক’ বার, রোল বা টাবস বা ভোজ্য কুকি ডফ বাজারে থাকবে।

নেসলে টোল হাউজের চকলেট চিপ কুকি ডফ ‌‘ব্রেক অ্যান্ড বেক’ বার (১৬ দশমিক ৫)-এর যে পণ্য রয়েছে তা প্রত্যাহার করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি। অধিক সতর্কতা হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। কারণ কিছু গ্রাহক এই বিষয়টি নিয়ে নেসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছেন।

এদিকে যেসব গ্রাহক এরই মধ্যে ওই পণ্য কিনেছে তাদের এটি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দিতে বলা হয়েছে। তাছাড়া গ্রাহকদের সুবিধার জন্য এ বিষয়ে যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের (এফডিএ) সঙ্গে কাজ করছে ও তাদের সম্পূর্ণ সহযোগিতা করছে। এটি একটি বিচ্ছিন্ন সমস্যা, যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কোম্পানিটি আরো জানায়, পণ্যের মান, নিরাপত্তা ও ইন্টিগ্রিটি আমাদের এক নম্বর অগ্রাধিকার। উল্লেখিত অসুবিধার জন্য ক্রেতা ও বিক্রেতার কাছে ক্ষমাও চেয়েছে তারা।


সূত্র: ফোর্বস



আপনার মূল্যবান মতামত দিন: