যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুই জন।
ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান পামেলা স্মিথ বলেছেন, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ওয়াশিংটনের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। কর্মকর্তার ঘটনার তদন্ত করছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউইউএসএ নাইন এর খবরে বলা হয়েছে, ৫ আগস্ট, শনিবার রাত ৮টার দিকে মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তারা গুড হোপ রোডের ১৬০০ ব্লকে গুলির শব্দে সাড়া দেন। ঘটনাস্থলে কর্মকর্তারা গুলিতে আহত পাঁচজনকে (চার পুরুষ এবং একজন নারী) শনাক্ত করেন।
খবরে বলা হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই দুই পুরুষ ও এক মহিলার মৃত্যু হয়। অন্য দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা অজানা।
ভারপ্রাপ্ত পুলিশ প্রধান পামেলা স্মিথ বলেন, এটা হতাশাজনক। এটি একটি যুদ্ধক্ষেত্র নয়। আমরা চাই আমাদের বাসিন্দারা নিরাপদ বোধ করুক।
তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। আর কেউ আহত হয়েছেন কি না সেটি খোঁজ করছেন কর্মকর্তারা।
সূত্র : ডব্লিউইউএসএ নাইন
আপনার মূল্যবান মতামত দিন: