ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্যাটিকান দূতের সাথে বাইডেনের আলোচনা

মুনা নিউজ ডেস্ক | ১৯ জুলাই ২০২৩ ২১:১৬

কার্ডিনাল ম্যাটিও মারিয়া জুপ্পি ও জো বাইডেন : সংগৃহীত ছবি কার্ডিনাল ম্যাটিও মারিয়া জুপ্পি ও জো বাইডেন : সংগৃহীত ছবি

 


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রুশ আগ্রাসন এবং ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক বিতাড়িত করা নিয়ে ভ্যাটিকান দূতের সাথে আলোচনা করেছেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট থেকে বলা হয়েছে, বাইডেন এবং কার্ডিনাল ম্যাটিও মারিয়া জুপ্পি মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার ফলে সৃষ্ট দুর্ভোগ মোকাবেলায় মানবিক সহায়তার জন্যে পোপের প্রচেষ্টা এবং সে সাথে নির্বাসনে বাধ্য করা ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে ভ্যাটিকানের তৎপরতা নিয়ে আলোচনা করেন।

আমেরিকান প্রশাসন থেকে বলা হয়েছে, বোলোগ্নার আর্চবিশপ ও ইতালির এপিস্কোপাল কনফারেন্সের প্রেসিডেন্ট জুপ্পি পোপ ফ্রান্সিসের অনুরোধে হোয়াইট হাউসে এসেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া দ্বিতীয় রোমান ক্যাথলিক বাইডেন পোপ ফ্রান্সিসের অব্যাহত শাসন ও তার বৈশ্বিক নেতৃত্বের প্রতি শুভেচ্ছা এবং কার্ডিনাল হিসেবে সম্প্রতি আমেরিকান আর্চবিশপের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন।


সূত্র : ডেইলি সান



আপনার মূল্যবান মতামত দিন: