যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক পাথরের মতো সুদৃঢ় : বাইডেন

মুনা নিউজ ডেস্ক | ১১ জুলাই ২০২৩ ১৮:৫৬

ডাউনিং স্ট্রিটের বৈঠকে ঋষি সুনাক এবং জো বাইডেন। : সংগৃহীত ছবি ডাউনিং স্ট্রিটের বৈঠকে ঋষি সুনাক এবং জো বাইডেন। : সংগৃহীত ছবি

 

ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে পাথরের মতো সুদৃঢ় এবং অপরিবর্তনীয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। পশ্চিমা দেশের জোট ন্যাটোর এক গুরুত্বপূর্ণ বৈঠকে যাওয়ার পথে প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ডাউনিং স্ট্রিটে একটি সংক্ষিপ্ত বৈঠক করেছেন। খবর আল-জাজিরার।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আগামী ১১ জুলাই, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ইউরোপের মাটিতে পা ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শুরুর আগে প্রথমেই তিনি যুক্তরাজ্য সফর করেন। সেখানে ১০ জুলাই, রোববার দিবাগত রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন জো বাইডেন।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে তার সঙ্গে বৈঠক করেন জো বাইডেন। সেখানেই বাইডেন বলেন, ‘আমাদের সম্পর্ক পাথরের মতো সুদৃঢ়।’

এই দুই নেতা ন্যাটোর আসন্ন ন্যাটো সম্মেলনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা জোটে ন্যাটোর সদস্য হিসেবে ইউক্রেনের অংশগ্রহণ এবং ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়েও কথা বলেন।

বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক বিবৃতিতে বলেন, ‘যেহেতু আমরা বর্তমানে একই বাস্তবিক এবং আর্থিক নিরাপত্তার বিষয়ে নজিরবিহীন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি তাই এই সময়ে আমাদের মিত্ররা আগের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইউরোপে ন্যাটোর অন্যতম নেতৃস্থানীয় দেশ হলো যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগীও এবং আমরা ইউক্রেনকে তাদের রণক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেয়ার ক্ষেত্রেও শীর্ষস্থানীয় দেশ।’

ইংল্যান্ড সফরের সময়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও জো বাইডেনের সাক্ষাৎ করার কথা ছিল। হোয়াইট হাউস জানিয়েছে, রাজার সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যু আলোচনা করবেন।

 

সূত্র : আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: