ছবি : সংগৃহীত
ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে বড় ধরনের মালিকানা পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে একটি বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন ‘যৌথ উদ্যোগ’ (Joint Venture) গঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ স্মারকে টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ এই ঐতিহাসিক পরিবর্তনের কথা নিশ্চিত করেন। খবর বিবিসি ও রয়টার্সের।
মালিকানায় বড় রদবদল চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন ব্যবসায়িক কাঠামোর ৫০ শতাংশের বেশি মালিকানা থাকবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে। এর মধ্যে মার্কিন টেক জায়ান্ট ওরাকল, বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ করে শেয়ারের মালিক হবে। অন্যদিকে, মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে থাকবে ১৯.৯ শতাংশ শেয়ার এবং বাকি ৩০.১ শতাংশ থাকবে প্রতিষ্ঠানটির বর্তমান অন্যান্য অংশীদারদের হাতে।
নিরাপত্তা ও অ্যালগরিদম বিতর্ক জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দীর্ঘদিন ধরে টিকটকের ওপর চাপ দিয়ে আসছিল। নতুন চুক্তির আওতায় টিকটকের বিতর্কিত ‘সুপারিশমূলক অ্যালগরিদম’ ব্যবহারের লাইসেন্স পাবে ওরাকল। মার্কিন ব্যবহারকারীদের তথ্য দিয়ে এই অ্যালগরিদমকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে কোনো বিদেশি বা বিশেষ করে চীনা প্রভাব না থাকে। উল্লেখ্য, ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
রাজনৈতিক প্রেক্ষাপট ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন জো বাইডেন প্রশাসন টিকটক বিক্রির জন্য ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই সময়সীমা কয়েক দফা পিছিয়ে দেন। ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার প্রেক্ষিতেই এই সমঝোতা সম্ভব হয়েছে। আগামী ২২ জানুয়ারি এই চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিক্রিয়া চুক্তিটি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন এই প্রক্রিয়ার সমালোচনা করে বলেছেন, "এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব একটা ভূমিকা রাখবে না।"
তবে টিকটকের মাধ্যমে ব্যবসা করা প্রায় ৭০ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা এই চুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন। ক্ষুদ্র ব্যবসায়ী ও ইনফ্লুয়েন্সার টিফানি সিয়াঞ্চি বলেন, "আমরা চাই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ ও প্ল্যাটফর্মের বর্তমান পরিবেশ যেন বজায় থাকে।"
বিশ্লেষকদের মতে, টিকটক এখন কেবল একটি বিনোদন অ্যাপ নয়, বরং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৈশ্বিক বাণিজ্যিক ও রাজনৈতিক দরকষাকষির প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: