ছবি : সংগৃহীত
ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে ইউনাইটেড এয়ারলাইন্সের টোকিওগামী একটি বিমান। বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বিমানটি জরুরি অবতরণ করে।
রোববার কেন্দ্রীয় বিমান প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি (ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩) উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই তার একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানের ওই ভয়াবহ মুহূর্তে ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিক জরুরি অবতরণের কারণে তাদের মধ্যে কেউ আহত হননি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। এই আগুনের ফলে রানওয়ের পাশের ঘাসেও আগুন ধরে গিয়েছিল। মেট্রোপলিটান ওয়াশিংটন বিমাবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, জরুরি অবতরণের পর ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। এই বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, তারা এই ঘটনার কারণ তদন্ত করবে।
ইউনাইটেড এয়ারলাইন্সের মুখপাত্র আরও জানিয়েছেন, এই বিমানের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অপর একটি বিমানের ব্যবস্থা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: