ফাইল ছবি
বেলারুশ উৎপাদিত পটাশ থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ট্রাম্পের রাষ্ট্রদূত জোহান কোয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশ প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কোর সাথে মিনস্কে বৈঠক করেছেন রাষ্ট্রদূত কোয়েল। এর দু’দিন পরে তিনি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র বেলারুশের পটাশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাজারের বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তির বিষয়ে লুকাশেঙ্কোর সাথে আলোচনার জন্য কোয়েলকে দায়িত্ব দিয়েছেন। সে হিসেবে এই ঘোষণা বেলারুশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকবদল। তবে তাদের মাঝে কী চুক্তি হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, বেলারুশ মিত্র হিসেবে রাশিয়ার খুবই ঘনিষ্ঠ। দেশটির পটাশের গুরুত্বপূর্ণ রফতানিকারক দেশ।
আপনার মূল্যবান মতামত দিন: