রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: সতর্ক করলেন ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১

ফাইল ছবি ফাইল ছবি

রাশিয়া এবং ইউক্রেনের চলমান সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ১১ ডিসেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্প দাবি করেন, শুধু গত এক মাসেই এই যুদ্ধে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা তাকে গভীরভাবে হতাশ করেছে।

তিনি বলেন, হত্যাকাণ্ড বন্ধ হওয়া উচিত এবং দীর্ঘস্থায়ী সংঘাত বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। সবাই যদি এমন “খেলায়” মেতে থাকে, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কাজ করছে এবং এ জন্য তারা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে।

গত নভেম্বরে ওয়াশিংটন ২৮ দফার শান্তি প্রস্তাব প্রকাশ করলেও রাশিয়ার প্রতি অনুকূল হওয়ায় পরিকল্পনাটি সমালোচিত হয়। পরবর্তীতে সংশোধিত ২০ দফার নতুন কাঠামো প্রকাশ করা হয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চয়তা থেকে শুরু করে যুদ্ধোত্তর পুনর্গঠনের রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প অস্ত্র নিরস্ত্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, এই বিষয়ে তিনি চীনের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও আলোচনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: