ফাইল ছবি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিধানে থাকা শব্দগুলোর মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় শব্দটি হলো 'ট্যারিফ' বা 'শুল্ক'।
পেনসিলভানিয়ার মাউন্ট পোকোনোতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমি বলবো, আমার প্রিয় শব্দ হলো 'ট্যারিফ'। অভিধানের অন্য যে কোনো শব্দের চেয়ে আমি এটিকে বেশি ভালোবাসি।'
তিনি উল্লেখ করেন, তার কৌশলের কারণে, বিশেষ করে পেনসিলভানিয়ার ইস্পাত শ্রমিকরা 'অসাধারণভাবে ভালো করছে'।
ট্রাম্প ব্যাখ্যা করেন, 'যদি আমাদের ওপর শুল্ক না থাকত, তাহলে আমাদের কাছে কোনো ইস্পাত থাকত না। যুক্তরাষ্ট্রের কোথাও আমাদের একটিও ইস্পাত কারখানা থাকত না এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য সত্যিই খারাপ হবে।'
প্রসঙ্গত, ২ এপ্রিল ট্রাম্প ১৮৫টি দেশ এবং অঞ্চল থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০% থেকে ৪৯% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। ৫ এপ্রিল থেকে সর্বজনীন ১০% শুল্ক কার্যকর হয় এবং ৯ এপ্রিল থেকে পৃথক পৃথক দেশের ওপর শুল্ক কার্যকর হয়।
আপনার মূল্যবান মতামত দিন: