ফাইল ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী ২৯ ডিসেম্বর হোয়াইট হাউসে আতিথ্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র আজ সোমবার এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
বহুল প্রতীক্ষিত বৈঠকে দুই নেতা গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় এবং অত্যন্ত কঠিনতম পর্যায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু আগামী ২৯ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন; তারা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যত পদক্ষেপ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে আলোচনা করবেন।
এর আগে রবিবার নেতানিয়াহু নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে এই বৈঠকের মূল ফোকাস থাকবে গাজায় হামাস শাসনের অবসান ঘটানো এবং যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি তাদের প্রতিশ্রুতিনিশ্চিত করা। যার মধ্যে গাজাকে পরিপূর্ণভাবে নিরস্ত্রীকরণের বিষয়ও অন্তর্ভুক্ত। তিনি আরও যোগ করেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়টি হবে আরও কঠিন।
যুক্তরাষ্ট্রের-মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি গত ১০ অক্টোবর থেকে মূলত কার্যকর রয়েছে। যদিও ইসরায়েলি বাহিনী এরপরও পাঁচ শত বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: