ফাইল ছবি
নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার পেন্টাগনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। নতুন প্রতিবেদনী বিধিনিষেধের মাধ্যমে প্রতিরক্ষা দপ্তরটি তাদের সাংবাদিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে—এমন অভিযোগ এনেছে পত্রিকাটি।
অক্টোবরে কার্যকর হওয়া এসব বিধিনিষেধ অনুযায়ী সাংবাদিকদের একটি অঙ্গীকারনামায় সই করতে হয় যে তারা কোনো অননুমোদিত তথ্য সংগ্রহ করবেন না। একই সঙ্গে একজন সরকারি কর্মকর্তার সঙ্গে না থাকলে নির্দিষ্ট কিছু এলাকায় প্রবেশও সীমিত করা হয়েছে—যা আগের নির্দেশনার তুলনায় বড় ধরনের পরিবর্তন।
মামলার সারসংক্ষেপে নিউইয়র্ক টাইমস বলেছে, এই নীতিমালা ‘ঠিক সেই ধরনের বাগস্বাধীনতা ও সংবাদমাধ্যম-নিয়ন্ত্রণকারী ব্যবস্থা, যাকে সুপ্রিম কোর্ট ও ডিসি সার্কিট প্রথম সংশোধনী লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে’।
দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য আটলান্টিক, সিএনএন, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনপিআর, হাফপোস্ট এবং প্রতিরক্ষা-বিষয়ক প্রকাশনা ব্রেকিং ডিফেন্স—এই যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমগুলো চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে।
মামলায় নিউইয়র্ক টাইমস ওয়াশিংটনের একটি মার্কিন জেলা আদালতের কাছে পেন্টাগনকে এই সংবাদ নীতি কার্যকর করা থেকে বিরত রাখতে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যেতে চাই, যেমনটি আমরা দীর্ঘদিন ধরে এমন প্রশাসনের বিরুদ্ধেও করে এসেছি, যারা নজরদারি ও জবাবদিহিতা পছন্দ করে না।
আপনার মূল্যবান মতামত দিন: