ফাইল ছবি
ট্রাম্পের পর এবার ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে হওয়া ফোনালাপের কথা নিশ্চিত করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ১০ দিন আগেই কথা হয় মাদুরোর। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
আন্তরিকতার সাথেই কথোপকথন হয়েছে তাদের– এমনটাও জানান তিনি। এ সময় সংকট নিরসনে সরাসরি আলোচনা হয়।
ক্যারিবিয়ান সাগরে উত্তেজনা থামাতে এই আলোচনা কূটনৈতিক প্রক্রিয়ার সম্ভাব্য শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, ট্রাম্পও ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন। তবে এড়িয়ে গেছেন বিশদ বিবরণ। হোয়াইট হাউসও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
গত সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন সেনাদের বিশের অধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হন ৮৩ জনের মতো। নিকোলা মাদুরোর বিরুদ্ধে সামরিক চাপের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন।
আপনার মূল্যবান মতামত দিন: