ছবি : সংগৃহীত
আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের অভিবাসন দফতর বলেছে, নিরাপত্তা যাচাই-বাছাই ও নতুন করে পরীক্ষা না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
গতকাল বুধবার ওই হামলাকারীর গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দফতর বলেছে, হামলাকারীর নাম রহমানুল্লাহ লাকানওয়াল। তিনি আফগানিস্তানের নাগরিক এবং বয়স ২৯ বছর। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার পর ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’ কর্মসূচির অধীনে দেশটিতে প্রবেশ করেন তিনি। পরে ২০২৪ সালে আশ্রয়ের আবেদন করেন এবং এ বছর তা অনুমোদিত হয়।
এদিকে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এ হামলাকে 'সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যারা এখানে থাকার যোগ্য নয়, তাদের দেশ থেকে সরিয়ে দেয়া হবে।
ট্রাম্প আরো বলেন, বাইডেনের সময় আফগানিস্তান থেকে যারা যুক্তরাষ্ট্রে এসেছে, তাদের সবাইকে নতুন করে যাচাই করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: