কাবা ঘর ঘিরে বৃষ্টির অসাধারণ দৃশ্য। ছবি: ইনসাইড দ্যা হারামাইন
সালাতুল ইসতিসকা তথা বৃষ্টিপ্রার্থনার নামাজ আদায়ের পর মক্কায় অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি নেমে এসেছে।
১৫ নভেম্বর (শনিবার) বাদ ফজর মক্কায় নেমে আসে বৃষ্টি। এর আগে পবিত্র মক্কায়, মসজিদুল হারামে ১৩ নভেম্বর, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দিনটিতে বিশাল আকারে সালাতুল ইসতিসকা (বৃষ্টি প্রার্থনার নামাজ) অনুষ্ঠিত হয়।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ অ্যাল সাউদ-এর নির্দেশনায় এই বিশেষ নামাজ আয়োজন করা হয়েছে। ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন কাবার ইমাম শায়েখ ইয়াসির আদ-দাওসারি, যিনি মুসলিম উম্মাহর জন্য দোয়া ও তাওবা ও ইস্তেগফার আহ্বান করেন।
বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যজুড়ে মুসল্লিদের শান্তি ও করুণা কামনায় এই নামাজে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। নামাজের পরেই মক্কায় বৃষ্টির ধারা নামে। একে অনেকেই আল্লাহর রহমতের প্রতীক হিসেবে দেখেছেন।
বাদশাহ সালমান মুসলিম উম্মাহকে তাওবা (পাপ পশ্চাতাপ), ইস্তিগফার (ক্ষমা চাইতে), দান, ও নফল নামাজ ও জিকির বাড়ানোর কথাও বলেছেন, কারণ এসব আমল ইবাদতের গ্রহণযোগ্যতা বাড়ায়।
ইনসাইড দ্যা হারামাইনের এক ভিডিওতে দেখা যায়, কাবা শরিফের আশপাশে তাওয়াফ করছেন হাজারো মুসল্লি। এদিকে মুষলধারে বৃষ্টি ঝরছে। আকাশ ডাকছে। আনন্দে মুসল্লিরা ভিজে ভিজেই তাওয়াফ করছেন। মিজাবে রহমত থেকে পানি ঝরছে।
এদিকে পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববীতেও অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইসতিসকা, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। এতে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদে নববীর সম্মানিত ইমাম শায়েখ আহমদ হুজাইফি।
আপনার মূল্যবান মতামত দিন: