কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল তুরস্ক-মিশর

মুনা নিউজ ডেস্ক | ৪ জুলাই ২০২৩ ১৪:৪৬

কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল তুরস্ক-মিশর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল তুরস্ক-মিশর


তুরস্ক ও মিশর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য রাষ্ট্রদূত নিয়োগ করেছে। মঙ্গলবার (০৪ জুলাই) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে কায়রো ও আঙ্কারা বলেছে, কায়রোতে রাষ্ট্রদূত হিসেবে সালিহ মুতলো সেনকে মনোনীত করেছে তুরস্ক। অন্যদিকে আঙ্কারায় আমর ইলহামামিকে রাষ্ট্রদূত নিযুক্ত করেছে মিশর।

এর আগে দুই দেশের প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। যৌথ বিবৃতিতেও উঠে এসেছে সেই বিষয়টি।

এতে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধার এবং তুর্কি ও মিশরীয় জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার পারস্পরিক ইচ্ছার প্রতিফলন।



আপনার মূল্যবান মতামত দিন: