সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে এখন বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই

মুনা নিউজ ডেস্ক | ৮ নভেম্বর ২০২৫ ২০:৩৫

ফাইল ছবি ফাইল ছবি

অসাধারণ এক সাফল্যের মাধ্যমে সৌদিয়া এয়ারলাইন্স ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের প্রথম বিমান সংস্থা হিসেবে তারা ঘোষণা দিয়েছে যে, এখন থেকে ভ্রমণের শ্রেণি নির্বিশেষে সকল যাত্রী বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই সুবিধা পাবেন।

সৌদিয়ার নতুন এই পরিষেবাটি ১ নভেম্বর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা বিমানে বসেই ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

মধ্যপ্রাচ্যে এটিই প্রথম উদ্যোগ যেখানে একাধিক ফ্লাইটে বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই সরবরাহ করা হচ্ছে। সৌদিয়া দাবি করেছে, তাদের বেশ কয়েকটি বিমানে ৮০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড দেওয়া হবে এবং আগামীতে এই গতি ১,২০০ এমবিপিএস পর্যন্ত বাড়ানো হবে।

সৌদিয়ার এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের বিমান শিল্পে একটি ডিজিটাল বিপ্লব হিসেবে দেখা হচ্ছে। বিনামূল্যে ও দ্রুতগতির ইন্টারনেটের ফলে ব্যবসায়িক ও আন্তর্জাতিক যাত্রীদের জন্য ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় হবে।

সৌদিয়া জানিয়েছে, তাদের রিয়াদ, জেদ্দা, দুবাই, নিউ ইয়র্ক ও লন্ডনের মতো গুরুত্বপূর্ণ রুটে বর্তমানে এই বিনামূল্যের হাই-স্পিড ওয়াইফাই সুবিধা পাওয়া যাচ্ছে।

এই সেবার মাধ্যমে যাত্রীরা বিমানে বসেই ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও কনফারেন্স, অনলাইন মিটিং, ক্লাউড সার্ভিস ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকতে পারবেন। এতে যাত্রীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণ আরও উপভোগ্য হবে।

সৌদিয়া তাদের গ্রাহককেন্দ্রিক নীতির অংশ হিসেবে এই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু করেছে। তাদের লক্ষ্য হলো যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা।

সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে এই পরিষেবা একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে, যার মাধ্যমে যাত্রীদের মতামত সংগ্রহ করে ভবিষ্যতে তা আরও বিস্তৃত করা হবে।

সৌদিয়া আগামী বছরগুলোতে তাদের পুরো বিমান বহরে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা করেছে। তারা ৮০০ এমবিপিএস থেকে ১,২০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট গতি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, যাতে যাত্রীরা আকাশপথে থেকেও স্থলভাগের মতো দ্রুত সংযোগ উপভোগ করতে পারেন।

এছাড়া, সৌদিয়া বিশ্বাস করে এই উদ্যোগ আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং সৌদি আরবকে একটি আধুনিক ও সংযুক্ত ভ্রমণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বিমান শিল্প বিশেষজ্ঞরা বলছেন, বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা এখন আর বিলাসিতা নয়, বরং যাত্রীদের মৌলিক চাহিদার অংশ হয়ে উঠেছে। সৌদিয়ার এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের অন্যান্য বিমান সংস্থাগুলোর জন্যও একটি নতুন মানদণ্ড তৈরি করবে।



আপনার মূল্যবান মতামত দিন: