অস্কারে নমিনেশন পেল সৌদি নারী নির্মাতার “হিজরা” সিনেমা

মুনা নিউজ ডেস্ক | ২০ অক্টোবর ২০২৫ ১৮:৩৬

ফাইল ছবি ফাইল ছবি

সৌদি আরবের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন শাহাদ আমিন। ২০১৯ সালে প্রথম এ নারী নির্মাতার নামটি ব্যাপকভাবে উচ্চারিত হয় ‘স্কেলস’ সিনেমার কল্যাণে। ‘হিজরা’ এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পাশাপাশি সেরা এশিয়ান সিনেমা হিসেবে নেটপ্যাক পুরস্কারও জেতে। 

দর্শক-সমালোচকদের অনেক আগ্রহ থাকায় হিজরা-কেই  অস্কারের জন্য নির্বাচিত করেছে সৌদি ফিল্ম কমিশন।

সৌদি আরব ২০১৩ থেকে এ পর্যন্ত অস্কারে যে ৮টি সিনেমা পাঠিয়েছে, তার মধ্যে চারটিই নারী নির্মাতার।

শাহাদ আমিনের হিজরা যেভাবে প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে, তাতে সৌদি সিনেমার টার্নিং পয়েন্ট বলা হচ্ছে এ সিনেমাকে।

হিজরা  সিনেমাটি ৩ নারী চরিত্রের চারপাশে গড়ে উঠেছে। ১২ বছর বয়সী জান্নাত তার দাদির সঙ্গে হজ পালনের জন্য মক্কার উদ্দেশে রওনা দেয়। কিন্তু যাত্রাপথে বড় বোন সারাহ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে দাদির অতীতের কিছু অজানা গল্প উন্মোচিত হয় ।

সিনেমার নির্মাতা শাহাদ আমিন বলেন, চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার মূল লক্ষ্য সমাজের কণ্ঠস্বরগুলোকে তুলে ধরা। হিজরা  সিনেমায় তিনি চেষ্টা করেছেন সৌদি আরবের সমাজ, বিশেষ করে নারীদের বিষয়ে বহির্বিশ্বের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার ।



আপনার মূল্যবান মতামত দিন: