
গ্রামের মসজিদের ইমামদের বেতন হয় খুবই অল্প। আর অবসরের পর আলাদা সম্মানি, সেটা যেন কল্পনা। তবে, এবার সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিলো ভারতের একটি গ্রামীন মসজিদ কর্তৃপক্ষ।
সোমবার দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজস্থানের নাগৌর জেলার বাসনি গ্রামে এক অনুপ্রেরণামূলক ঘটনা ঘটেছে। যেখানে অবসর নেয়া ইমামকে অন্তত ৪৩ লাখ ৪৭ হাজার বাংলাদেশী টাকা সম্মানি দেয়া হয়েছে।
ওই ইমামের নাম মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে ইমামতির পাশাপাশি ধর্মীয়শিক্ষা, সমাজ ও মানবসেবায় নিয়োজিত থাকার কারণে অবসর গ্রহণের পর তাকে এই সম্মানি দেয়া হলো।
মসজিদ কর্তৃপক্ষ ও গ্রামবাসী একত্রে অর্থ সংগ্রহ করে অবসরের সময়ে ইমামকে এই সম্মাননা প্রদান করে। মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী শুধু নামাজ পরিচালনা ও ধর্মীয় শিক্ষা দিয়েই সীমাবদ্ধ থাকেননি; বরং সামাজিক সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রেখেছেন। ফলে তার অবদানকে মর্যাদা দিতে এই পদক্ষেপ নেয়া হয়।
রাজস্থানের শেখাওয়াতি অঞ্চলের সিকার, লাডনুর পর এবার নাগৌরেও ইমামকে সম্মাননা জানানোর এই রীতি দেখা গেলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি বেশ প্রশংসা কুড়িয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: