জুমার সময় কাতারে ৯০ মিনিট বন্ধ থাকবে দোকানপাট

মুনা নিউজ ডেস্ক | ২৬ আগস্ট ২০২৫ ২০:৫৬

ছবি : গ্রাফিক্স ছবি : গ্রাফিক্স

কাতারে জুমার নামাজের সময় সব ধরনের বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান দেড় ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সম্প্রতি সরকারি গেজেটে এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল স্বাক্ষরিত এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি শুক্রবার জুমার প্রথম আজান থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত ব্যবসা ও কারখানার কার্যক্রম বন্ধ রাখতে হবে। গত ১৮ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এ বিধিনিষেধের বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে ফার্মেসি, হাসপাতাল, হোটেল, বেকারি, জ্বালানি স্টেশন, টেলিকম সেবা, পরিবহন ব্যবস্থা এবং শিফটভিত্তিক ২৪ ঘণ্টা খোলা ব্যবসাপ্রতিষ্ঠান।

মন্ত্রণালয় বলছে, জনস্বার্থ ও সামাজিক কল্যাণের কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সব সরকারি দপ্তরকে তাদের নিজ নিজ দায়িত্বে এই নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: