অবরোধ লঙ্ঘনের দায়ে ৬৪টি কোম্পানির জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিল ইয়েমেন

মুনা নিউজ ডেস্ক | ৭ আগস্ট ২০২৫ ২২:৫৯

ফাইল ছবি ফাইল ছবি

ইয়েমেনের মানবিক সমন্বয় কেন্দ্র বুধবার ঘোষণা করেছে, ৬৪টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এসব কোম্পানির জাহাজের লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং আদেন উপসাগর দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আল মায়াদিনের প্রতিবেদন মতে, "ইসরায়েলের সাথে সংযোগ রয়েছে এমন জাহাজের যাতায়াত ও অধিকৃত ফিলিস্তিনি বন্দরে ভ্রমণের উপর ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দেওয়া অবরোধ লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইয়েমেনি সংবাদ সংস্থা সাবা প্রচারিত এক বিবৃতিতে সমন্বয় কেন্দ্র নিশ্চিত করেছে, ইয়েমেন ইসরায়েলি শত্রুর উপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘনকারী ৬৪টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে সমন্বয় কেন্দ্র জাহাজ মালিকানাধীন কোম্পানিগুলির সাথে যোগাযোগ করে তাদের নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করেছে। পূর্ব সতর্কতা পাওয়ার পরেও এই জাহাজগুলি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ করার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মানবিক সমন্বয় কেন্দ্র জানিয়েছে, "এই নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট পরিণতির জন্য সম্পূর্ণরূপে জড়িত কোম্পানিগুলিকে দায়ী করেছে এবং নিশ্চিত করেছে, জাতীয়তা নির্বিশেষে নৌ অবরোধ লঙ্ঘনকারী কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে।"



আপনার মূল্যবান মতামত দিন: