১০০০ ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের আমন্ত্রণ সৌদি সরকারের

মুনা নিউজ ডেস্ক | ২০ মে ২০২৫ ২২:৫৫

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সৌদি আরব ২০২৫ সালের হজ মৌসুমে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে সম্পূর্ণ বিনামূল্যে হজে আমন্ত্রণ জানিয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ব্যক্তিগতভাবে এই উদ্যোগের সকল ব্যয়ভার বহন করবেন।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আমন্ত্রণ শুধু নিহতদের পরিবার নয়, বরং যারা আহত বা কারাবন্দি হয়েছেন- তাদের পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ৪ বা ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত তাদের থাকা, খাওয়া, চিকিৎসা ও ধর্মীয় সহায়তা-সবকিছুই নিশ্চিত করবে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনস্থ ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।

এই মহতী উদ্যোগ সৌদি আরবের “দুটি পবিত্র মসজিদের অতিথি” প্রকল্পের অংশ, যেখানে বিশ্বের বিভিন্ন সংকটপীড়িত মুসলিম জনগোষ্ঠীর জন্য বিশেষ হজ ও ওমরাহ আয়োজন করা হয়। সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে যাতে যাত্রীদের সম্মান ও সুবিধা নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। টানা বোমাবর্ষণ ও অবরোধে এখন পর্যন্ত গাজায় ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। প্রায় পুরো জনগোষ্ঠীই বাস্তুচ্যুত হয়েছে, এবং গত ১৮ মার্চ থেকে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা চরমে।

এই প্রেক্ষাপটে সৌদি আরবের এমন মানবিক ও ধর্মীয় সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুধু একান্ত প্রশান্তির বার্তাই নয়, বরং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।



আপনার মূল্যবান মতামত দিন: