গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত: রোববার নিহত ৩৭

মুনা নিউজ ডেস্ক | ১৪ এপ্রিল ২০২৫ ২০:৫৭

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত আছে। রোববারও সেখানে ইসরায়েলের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ছয় ভাইও রয়েছেন। তাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে অনাহারে থাকা ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা দিতে কাজ করতেন।

এ ছাড়া গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার পর হুড়োহুড়িতে হাসপাতালে ভর্তি আহত এক শিশু মারা গেছে। গাজা সিটিতে এটাই ছিল সর্বশেষ সম্পূর্ণ সচল হাসপাতাল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হাসপাতালটির আইসিইউ ও অস্ত্রোপচার বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দ্বিতল হাসপাতাল ভবনটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেটি থেকে বড় আগুন ও ধোঁয়া বেরিয়ে আসছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হাসপাতালটিতে হামলা করেছে কারণ সেটি হামাসের নির্দেশনা ও নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হাসপাতালের পাশের একটি গির্জাও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বনেতারা হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: