
নওরোজ উৎসবের সময় স্ত্রীকে নিয়ে বিলাসবহুল আন্টার্কটিকা সফরে গিয়ে সরকারী অর্থ অপচয়ের কারণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তার ভাইস-প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন। ছুটিতে স্ত্রীর সঙ্গে অ্যান্টার্কটিকা সফরে যাওয়াকে, দেশটির চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে 'অযৌক্তিক ও অগ্রহণযোগ্য' হিসেবে উল্লেখ করেছে প্রেসিডেন্টের দপ্তর। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবিরি ও তার স্ত্রীর একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাদের এমভি প্লানসিয়াস নামের একটি জাহাজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই জাহাজটি অ্যান্টার্কটিকার উদ্দেশে যাত্রা করছিল। ছবিটি ঘিরে ইরানে ব্যাপক ক্ষোভ ছড়ায়।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যে সরকার ইমাম আলীর (শিয়া মুসলমানদের প্রথম ইমাম) মূল্যবোধ অনুসরণ করতে চায়, সেই সরকারে এমন বিলাসী ভ্রমণ, তা নিজ খরচে হলেও, অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় আছেন, তাদের জন্য সরলতা মেনে চলা অপরিহার্য, আর দাবিরির এই আচরণ তার সম্পূর্ণ বিপরীত।
ইরানের অর্থনীতি বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে আখ্যা দেয়া হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কারণে দেশটি আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে ইরানে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ এবং বার্ষিক মুদ্রাস্ফীতি ২৯ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছিল।
অ্যান্টার্কটিকা সফরের জন্য এমভি প্ল্যানসিয়াসে যাত্রার প্রাথমিক খরচ ছিল প্রায় ৬ হাজার ৬৮৫ মার্কিন ডলার। সাধারণত বিজ্ঞানী ও অভিযাত্রীরাই এই মহাদেশে যান, তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনযাত্রাও জনপ্রিয় হয়ে উঠেছে।
এই জাহাজটি একসময় ১৯৭৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাচ নৌবাহিনী গবেষণার কাজে ব্যবহার করত। তবে দাবিরি কোন প্যাকেজে গিয়েছেন বা কীভাবে ইরান থেকে আন্টার্কটিকা পৌঁছেছেন, তা স্পষ্ট নয়।
অনলাইন ভ্রমণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এমন সফরে যেতে হলে আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের উশুয়াইয়া শহর থেকে যাত্রা শুরু ও শেষ করতে হয়, যা বুয়েনস আইরেস থেকে ৩ হাজার ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত বছর নির্বাচনে জয়লাভ করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন এবং জনগণের দৈনন্দিন জীবনমান উন্নত করবেন। তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
ইরানি সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্টের অনেক সমর্থকই এই ভ্রমণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে দাবিরিকে অপসারণের দাবি জানিয়েছিলেন। অবশেষে সেই দাবি মেনেই তাকে সরিয়ে দেন পেজেশকিয়ান।
আপনার মূল্যবান মতামত দিন: