
তুরস্কে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানান ওজেল। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
২০২৮ সালে তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইস্তাম্বুলের কারাবন্দি মেয়র একরেম ইমামোগলুকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে সিএইচপি।
সমাবেশে এরদোয়ানকে উদ্দেশ্য করে ওজগুর ওজেল বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যেই আপনি আমাদের প্রার্থীর মুখোমুখি হবেন। আমাদের প্রার্থীকে মুক্তি দিন। আমরা আপনাকে আবারো জনগণের আকাঙ্ক্ষার দিকে আহ্বান করছি।’
দুর্নীতির অভিযোগে গত ১৯ মার্চ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকে তুরস্কের ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
বিক্ষোভ দমনে তুরস্কের কর্তৃপক্ষ কয়েকশ’ শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণসহ প্রায় ২ হাজার জনকে আটক করে।
আপনার মূল্যবান মতামত দিন: