রমাদানে বিমান ভাড়া এবং টোল ফি কমিয়েছে ইন্দোনেশিয়া

মুনা নিউজ ডেস্ক | ৩ মার্চ ২০২৫ ১৬:১৫

প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। ছবি : সংগৃহীত প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। ছবি : সংগৃহীত

পবিত্র রমাদানে বিভিন্ন দেশে ব্যবসায়ী সম্প্রদায় যখন অতিরিক্ত মুনাফা লাভের আশায় পণ্যের, সেবার মূল্য বাড়িয়ে দেয়, তখন এর ব্যতিক্রম ঘটেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায়। এরই মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানযাত্রীদের ভাড়া কমিয়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।

একই সঙ্গে বেশ কতগুলো হাইওয়ে বা মহাসড়কে টোল কমিয়ে দিয়েছেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। বিলম্বে পাওয়া ওই খবরে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। সেখানে পবিত্র রমাদান শুরু হয়েছে শনিবার থেকে।

সেখানে পবিত্র রমাদানে এবং ঈদুল ফিতরে জনগণ বাড়ি ছুটে যান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন। এ সময়টা স্থানীয়ভাবে মুদিক নামে পরিচিত।

রাজধানী জাকার্তা ও বন্দরনগরী সুরাবাইয়া সহ বড় বড় শহরে ঈদের আগে মানুষের ঘরে ফেরায় ব্যাপক চাপ পড়ে। এ সময় বিভিন্ন রকম পরিবহনে করে তারা গ্রামের বাড়ি ফেরেন। আত্মীয় স্বজনের কাছে যান নাড়ির টানে।

ফলে ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলোতে প্রচণ্ড ভিড় দেখা দেয়। এমন অবস্থার প্রেক্ষিতে প্রেসিডেন্ট সুবিয়ান্তো বিমান ভাড়া কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ রমাদান শুরু হওয়ার দুই সপ্তাহ পর কার্যকর হওয়ার কথা।

পবিত্র ঈদুল ফিতর এবং পর্যটনের প্রাণকেন্দ্র বালিতে নীরবতা দিবস (নাইপি) উপলক্ষে বড় বড় মহাসড়ককে টোলমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এ বছর পবিত্র ঈদুল ফিতর এবং নাইপি খুব কাছাকাছি সময়ে পড়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: