সৌদি আরব পৌঁছেছেন ৯২ হাজার ৫৫৩ হজযাত্রী : আরও এক হজযাত্রীর মৃত্যু

মুনা নিউজ ডেস্ক | ১৮ জুন ২০২৩ ১৯:১৩

সৌদি আরব পৌঁছেছেন ৯২ হাজার ৫৫৩ হজযাত্রী : সংগৃহীত ছবি সৌদি আরব পৌঁছেছেন ৯২ হাজার ৫৫৩ হজযাত্রী : সংগৃহীত ছবি


পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ৯২ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে। বুলেটিনে আরও একজন হজযাত্রীর মৃত্যুর খবরও দেওয়া হয়েছে।

১৮ জুন, রবিবার রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৯২ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৮২ হাজার ৭৫৫ জন।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১৭৯ জন।

এ বছর বাংলাদেশে সরকারি হজযাত্রীর কোটা ১০ হাজার ৩৬০ জন। বেসরকারি হজযাত্রীর কোটা ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (২৫০৬ জন গাইডসহ )।

বুলেটিন থেকে জানা গেছে, হজে গিয়ে সর্বশেষ মো. আব্দুল কুদ্দুস খান (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর ইজে০১১৪২৭৫। এ নিয়ে মোট ২২ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৩ জন।

উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

আজ রবিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ চাঁদ দেখা গেলে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

সূত্র : সৌদি হজ পোর্টাল



আপনার মূল্যবান মতামত দিন: