গাজায় যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে ইসরায়েল নতুন করে ‘গণহত্যা’ শুরু করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজা উপত্যকা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার। আঙ্কারায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল লাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে মঙ্গলবার বক্তব্য রাখছিলেন হাকান ফিদান।
সেখানে তিনি বলেন, হামাসের রাজনৈতিক শাখার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে রোববার কাতারের রাজধানী দোহা’য় মিটিং করেছেন। হাকান ফিদানের ভাষায়- যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই হামাসের দিক থেকে। কিন্তু ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার পর নেতানিয়াহু সরকার কি রকম আচরণ করবে তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন আছে। নেতানিয়াহু যেন নতুন করে যুদ্ধ শুরু করতে না পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুর্কি এই কূটনীতিক।
তিনি বলেন, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য গাজায় ‘গণহত্যা’ চালিয়েছে ইসরাইল। অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের ‘ঝেরেমুছে’ দেয়ার যে পরামর্শ ট্রাম্প দিয়েছেন তা তুরস্ক জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে।
তিনি নিশ্চিত করেছেন যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় কার্যকর হওয়ার পর মুক্ত ফিলিস্তিনিদের মধ্য থেকে ১৫ জন তুরস্কে পৌঁছেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: