নিহতদের জানাজায় অংশ নেন এরদোয়ান

স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তুরস্কে ৯ জন গ্রেপ্তার

মুনা নিউজ ডেস্ক | ২৩ জানুয়ারী ২০২৫ ১৭:৫১

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় হোটেল মালিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক পুলিশ। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও প্রাণে বেঁচে যাওয়া অতিথিরা জানান, হোটেলটিতে ২৩৮ অতিথি ছিলেন। আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। সেসময় হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থাও কাজ করেনি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে হোটেলের ছাদ ও ওপরের তলা আগুনে পুড়ে গেছে।

ইয়েরলিকায়া জানিয়েছেন, নিহত ৪৫ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকিদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তুরস্ক সরকার। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিকে এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষও দুঃখ প্রকাশ করে তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার ভোররাতে বলু প্রদেশের কার্তালকায়ার স্কি রিসোর্টে কাঠের তৈরি ১১তলা হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। আগ্নিকাণ্ডে নিহতদের জানাজায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোয়ানও অংশ নিয়েছেন বলে জানা যায়। 



আপনার মূল্যবান মতামত দিন: