তৃতীয় দফার আলোচনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএলএন ও ইমরান খানের দল পিটিআই এর মধ্যে। সোমবার তৃতীয় দফার আলোচনা ঘিরে জাতীয় পরিষদে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন দুই দলের নেতারা। পাল্টাপাল্টি অভিযোগ আনে এক দল অন্য দলের বিরুদ্ধে। ১৬ই জানুয়ারি তৃতীয় দফায় আলোচনায় বসার কথা রয়েছে এই দুই দলের উচ্চপর্যায়ের নেতাদের। কিন্তু ইতিমধ্যে আলোচনা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আলোচনার বিষয়ে পিটিআইয়ের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, তারা এমন বিরূপ আচরণ করলে একটি অর্থপূর্ণ আলোচনা সম্ভব হবে না। এদিকে জাতীয় পরিষদে সংকটপূর্ণ কয়েকটি বিষয়ে সরকারের নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ আনেন বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খান। যার মধ্যে ২৬শে নভেম্বর ইসলামাবাদে ১৩ জনকে হত্যা ও ৯ই মের ঘটনায় সেনা হেফাজতে আটক থাকা ব্যক্তিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ অন্যতম। এরপরই পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হয়ে ওঠে জাতীয় পরিষদ।
এদিকে তৃতীয়বারের মতো বিলম্বিত হয়েছে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আনা ১৯ কোটি ডলারের দুর্নীতি মামলার রায়। তা সত্ত্বেও পিএমএলএনের সদস্যরা বার বার এ প্রসঙ্গ তুলে হেয় করেন ইমরান খান ও তার পার্টিকে। এর প্রেক্ষিতে মামলার খসড়া মন্ত্রীরা তৈরি করেছেন কি না- এমন প্রশ্ন তোলা হয় পিটিআইয়ের পক্ষ থেকে। আইয়ুব খান বলেন, মনে হচ্ছে মামলার রায় মন্ত্রীরা দিয়েছেন। আল-কাদির বিশ্ববিদ্যালয় নিয়ে ইমরান খানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ করে আইয়ুব খান বলেন, তদন্তকারীদের উচিত শেহবাজ শরীফের বিরুদ্ধে তদন্ত করা। এ সময় লন্ডনে শেহবাজ শরীফের অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্টের বিষয়ে তদন্তের আহ্বান জানান আইয়ুব খান।
তবে এসব অভিযোগের বিষয়ে সাড়া দিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, মূল প্রশ্ন প্রসঙ্গ সামনে না এনে বিরোধী দল জাতীয় পরিষদের প্রশ্নোত্তর পর্বের সময় নষ্ট করছে। তাদের এমন আচরণে একটি অর্থপূর্ণ আলোচনা সম্ভব বলে মনে হচ্ছে না মন্তব্য করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: