মক্কা-মদিনায় ভারি বৃষ্টিপাত ও বন্যা

মুনা নিউজ ডেস্ক | ৭ জানুয়ারী ২০২৫ ২১:১৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় ভারি বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে ও লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন। 

দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) পুরো সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারি বৃষ্টি, বজ্রপাত ও ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে। সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: