গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী

মুনা নিউজ ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫

সংগৃহীত সংগৃহীত

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ন্যাক্কারজনক হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এটিই গাজার কোনোমতে সচল থাকা শেষ হাসপাতাল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক এক গণমাধ্যম এ খবর জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কামাল আদওয়ান হাসপাতালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

একইসাথে হাসপাতালটির বেশ কয়েকটি বিভাগে বড় আগুন ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘সকালে চালানো অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে।’

কামাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি একটি ভবনে ইসরাইলি বিমান হামলায় পাঁচ চিকিৎসাকর্মীসহ অন্তত ৫০ জন নিহত হওয়ার পর হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন: