গাজায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একটি তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে নেদারল্যান্ডের একটি সংস্থা। সেখানে চার দিনে ৮০ ঘণ্টায় ৪৫ হাজার ফিলিস্তিনির নাম পাঠ করে শোনানো হয়েছে।
শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি সংস্থা সমন্বিতভাবে গাজার ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুতদের সহযোগিতার উদ্দেশ্যে একটি তথ্য প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে প্রবন্ধ পাঠ, তথ্য চিত্র প্রদর্শনী, নাশিদ ও নিহতদের নাম পাঠের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে তারা একটি তহবিল সংগ্রহ করতে চেয়েছিল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অনুষ্ঠানটি গত শুক্রবার বিকেলে শুরু হয়ে বুধবার রাতে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকটি প্রবন্ধ পাঠ করা হয়। এর মাধ্যমে ফিলিস্তিনি সঙ্কট এবং গাজার শহীদগণ, বিশেষ করে শিশু ও নারীদের নানা বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। এছাড়া নাশিদের মাধ্যমেও তারা গাজার বীরত্বগাঁথা এবং ইসরাইলিদের আগ্রাসী মনোভাবের নিন্দা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ নভেম্বর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ জন নিহত হয়েছে। এছাড়া আরো এক লাখ সাত হাজার ৮০৩ জন আহত হয়েছে। এছাড়া অন্তত ১১ হাজার জন নিখোঁজ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: