অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিচ্ছে সিরিয়ায়

Shojon Jahir | ৯ ডিসেম্বর ২০২৪ ০৭:২৩

সমর্থকদের মাঝে সিরিয় বিদ্রোহী জোট নেতা সমর্থকদের মাঝে সিরিয় বিদ্রোহী জোট নেতা

আসাদের প্রকৃত অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য না করে সিরিয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর তিনি সিরিয়া ত্যাগ করেছেন৷

বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘সিরিয়ান আরব প্রজাতন্ত্রে সংঘাতে অংশগ্রহণকারীদের অনেকের সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন৷''

রাশিয়া আসাদের প্রস্থানের বিষয়ে আলোচনায় অংশ নেয়নি বলেও জানিয়েছে মস্কো৷

রাশিয়া আসাদের কট্টর মিত্র ছিল এবং গৃহযুদ্ধের সময় তাকে সমর্থন করার জন্য ২০১৫ সালে হস্তক্ষেপও করেছিল৷ কিন্তু রাশিয়ার সামরিক আয়োজন ইউক্রেনের যুদ্ধে কেন্দ্রীভূত হওয়ায়, সিরিয়ায় পরিস্থিতি প্রভাবিত করার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে এসেছিল৷

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান কনস্টান্টিন কোসাচিভ বলেছেন, মস্কো সিরিয়ার জনগণকে সমর্থন করতে ইচ্ছুক, কিন্তু সম্ভবত অতীতের মতো সামরিকভাবে জড়িয়ে পড়বে না৷

তিনি বলেন, ‘‘সিরিয়ার জনগণের যদি আমাদের সমর্থন প্রয়োজন হয় তবে তা দেওয়া হবে৷'' তবে গৃহযুদ্ধের পরিস্থিতি সিরিয়ানদের নিজেদেরই মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি৷

আসাদের হদিস এখনো অজানা

বিদ্রোহীরা রাজধানী দখল করে নেয়ার পর সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদকে বহনকারী বিমান অজানা গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক থেকে উড়ে গেছে বলে দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স৷

ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিদ্রোহীরা দামেস্ক দখলের সময় সিরিয়ান এয়ারের একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল৷ আসাদ ওই ফ্লাইটে ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷

বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উত্তর-পশ্চিম দিকে উড়ে গিয়েছিল৷ আলাউইট সম্প্রদায়ের এই অঞ্চলটি ঐতিহ্যগতভাবে আসাদ সমর্থকদের ঘাঁটি হিসাবে পরিচিত৷ কিন্তু কিছুক্ষণ পরেই উলটো ঘুরে বিপরীত দিকে উড়ে যায় বিমানটি৷ এরপর এটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়৷

কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে আসাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন যে ক্ষমতাচ্যুত নেতা ‘‘সম্ভবত সিরিয়ার বাইরে'' রয়েছেন৷ তবে তার সঠিক অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করেননি ফিদান৷

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ উপসাগরীয় দেশটিতে আসাদ রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ করেছেন কিনা, তা নিশ্চিত বা অস্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন৷

সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত গাইর পেডারসনও বলেছেন, আসাদের অবস্থান সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই৷

ক্ষমতা হস্তান্তর হবে অন্তর্বর্তী সরকারের কাছে

সিরিয়ার বিদ্রোহী জোট জানিয়েছে, তারা একটি অন্তর্বর্তী শাসকগোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য কাজ করছে৷

জোটটি জানিয়েছে, ‘‘মহান সিরিয়ান বিপ্লব আসাদ সরকারকে উৎখাত করার সংগ্রামের পর্যায় থেকে সিরিয়াকে একত্রে গড়ে তোলার সংগ্রামে উন্নীত হয়েছে৷''

বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিনের গৃহযুদ্ধ কবলিত সিরিয়াকে আবার সংঘাতের দিকে ঠেলে দেয়া এড়াতে এমন ঘোষণা বিদ্রোহী নেতাদের পরিপক্কতার উদাহরণ৷

সিরিয়ার সশস্ত্র বিরোধী কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা থেকে দামেস্কে কারফিউ জারি হবে৷ স্থানীয় সময় সোমবার সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে৷

মিলিটারি অপারেশনস অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রামে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, তবে কারফিউ এর কারণ জানানো হয়নি৷

নানা দেশের প্রতিক্রিয়া

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এক্স-এ একটি পোস্টে আসাদের পতনকে স্বাগত জানিয়েছেন৷

তিনি লিখেছেন, ‘‘বর্বর রাষ্ট্রের পতন হয়েছে শেষ পর্যন্ত৷ আমি সিরিয়ার জনগণের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের সাহসিকতার জন্য, তাদের ধৈর্যের জন্য৷ অনিশ্চয়তার এই মুহূর্তে, আমি তাদের শান্তি, স্বাধীনতা এবং ঐক্যের জন্য আমার শুভেচ্ছা জানাচ্ছি৷''

তিনি বলেন, ‘‘সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ফ্রান্স৷''
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এক্স-এ দেয়া এক বার্তায় বলেছেন, ‘‘আইনশৃঙ্খলা দ্রুত পুনরুদ্ধার করাই এখন গুরুত্বপূর্ণ৷''

তিনি বলেন, ‘‘সিরিয়ার জনগণ ভয়াবহ দুর্ভোগের সম্মুখীন হয়েছিল৷ সিরিয়ায় আসাদের শাসনের অবসান তাই সুসংবাদ৷''

সকল ধর্মীয় সম্প্রদায়, সকল সংখ্যালঘুদের বর্তমান এবং ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়ে শলৎস বলেন, ‘‘সকল সিরিয়ান মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের মধ্যে জীবনযাপন করছেন কিনা, তৃতীয় পক্ষের দূষিত হস্তক্ষেপের বিরুদ্ধে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে কিনা এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করা সম্ভব হচ্ছে কিনা, সেগুলোরর ওপর নির্ভর করেই ভবিষ্যত শাসকদের বিবেচনা করা হবে৷''
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার ঘটনাবলী নিয়ে তেহরান 'উপযুক্ত পন্থা ও অবস্থান' গ্রহণ করবে৷

ইরান মনে করেন, সিরিয়ানদের উচিত তাদের দেশের ভবিষ্যৎ ‘‘ধ্বংসাত্মক, জবরদস্তিমূলক, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই'' নির্ধারণ করা উচিত৷

আসাদ সরকারের প্রধান সমর্থকদের মধ্যে একটি ছিল ইরান৷

বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে৷ তবে ভবনটি আগেই খালি করে কূটনীতিকরা চলে গিয়েছেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম৷

দামেস্কের উপকণ্ঠে মাজেহ সামরিক বিমানবন্দরের কাছে সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্রের ডিপোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর এর প্রধান রামি আবদেল রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘মাজেহ সামরিক বিমানবন্দরের কাছে সিরিয়ান সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল৷''

বার্তা সংস্থা এপিও এই আক্রমণের খবর দিয়েছে৷

সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা নিয়ে ইসরায়েল প্রায়শই মন্তব্য করে না৷ তবে তারা জানিয়েছে যে সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে৷

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি বরাবর সিরিয়ার সঙ্গে জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা মোতায়েন করা হয়েছে৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার বাশার আসাদের পতনকে স্বাগত জানিয়ে এটিকে একটি ‘ঐতিহাসিক দিন' বলে উল্লেখ করেছেন৷

ইরানের 'অশুভ অক্ষ' এর 'মূল কেন্দ্র' হিসাবে সিরিয়ার নাম উল্লেখ করেছেন নেতানিয়াহু৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেছেন, ‘‘হিজবুল্লাহকে আমরা যে আঘাত দিয়েছি তার সরাসরি ফলাফল'' আসাদ সরকারের পতন৷

আসাদের আরেক ঘনিষ্ঠ মিত্র লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহার করতে সম্মত হয়েছে৷

নেতানিয়াহু বলেছেন, ‘‘আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠিত করতে দেব না৷''

 



আপনার মূল্যবান মতামত দিন: