
যুক্তরাজ্যে ছেলে শিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হয়ে উঠেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক জরিপে এ তথ্য জানানো হয়। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ওএনএসের জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়, মুহাম্মদ নামটি জনপ্রিয়তায় ‘নোয়াহ’, ‘অলিভার’কে ছাড়িয়ে গেছে। দেশটির ছেলে-শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় নোয়াহ নামটি দ্বিতীয় আর তৃতীয় স্থানে রয়েছে ‘অলিভার’ নামটি।
ওএনএসের জরিপে বলা হয়, ২০২৩ সালজুড়ে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ পুত্র সন্তানের নাম রাখা হয় ‘মুহাম্মদ’। এর আগের বছর ২০২২ সালে ৪ হাজার ১৭৭টি ছেলে শিশুর নাম রাখা হয়েছিল ইসলাম ধর্মের অন্যতম এই নবীর নামে। এই দুই বছর সামান্য বানানের পার্থক্য অথ্যাৎ ‘মোহাম্মাদ’ নাম রাখা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ছেলে-শিশুর। ২০২৩ সালে মোহাম্মদ নাম রাখা হয় ১,৬০১ শিশুর আর এর আগের বছর একই নাম রাখা হয় ৮৩৫ শিশুর। নামের বানান হুবহু না মিললে সেই সব নাম আলাদাভাবে গণনা করা হয়। যেমন গত দুই বছর ‘মোহাম্মদ’ নামটির স্থান ছিল যথাক্রমে ২৮তম এবং ৬৮তম। মুহাম্মদ এবং মোহাম্মদ নাম দুটিকে জরিপে যদি এক নাম হিসেবেই গণনা করা হতো তবে নোয়াহ নামের সঙ্গে মুহাম্মদ নামটির ব্যবধান আরও অনেক বেড়ে যেত।
এদিকে, ইউরোপের দেশটিতে ২০০৬ সাল থেকে কন্যাশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে প্রথম অবস্থান দখল করে রেখেছে ‘অলিভিয়া’। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ এবং ‘আইলা’। প্রতি বছর ওএনএস সবশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিষ্ঠানটি প্রতিবছর যুক্তরাজ্যে জন্ম নেয়া নবজাতকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করে।
আপনার মূল্যবান মতামত দিন: