সিরিয়ার হামা শহর বিজয়ের উদ্দেশ্য খুব দ্রুত অগ্রসর হচ্ছে দেশটির সুন্নি মুসলিম সংগঠন হায়াত তাহরির আল শামের (এইচটিএস) যোদ্ধারা। এতে দিশেহারা দেশটির ক্ষমতাসীন বাশার আল আসাদের প্রশাসন। আর ঠিক এমন পরিস্থিতিতে আসাদের হাত শক্তিশালী করতে সিরিয়াতে সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে মধ্যপ্রাচ্যের শিয়া অধ্যুষিত দেশ ইরান।
৩ ডিসেম্বর, মঙ্গলবার একটি আরবী টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
তিনি বলেন, “সিরিয়াতে সৈন্য পাঠানোর জন্য যদি সরকারিভাবে অনুরোধ জানানো হয়, তাহলে বিষয়টি বিবেচনা করবে ইরান সরকার।”
আরাকচির দাবি, সুন্নি সংগঠনটি সিরিয়ায় আধিপত্য বিস্তার করলে তা ইরানের চেয়েও বেশি হুমকি হয়ে দাঁড়াবে প্রতিবেশী দেশগুলোর জন্য। এক্ষেত্রে তিনি ইরাক, জর্দান ও তুরস্কের নাম উল্লেখ করেন।
এদিকে, গত রবিবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ইরানের কূটনীতিকরা। বৈঠকে, সিরিয়ার অখন্ডতা রক্ষার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় তেহরানের পক্ষ থেকে।
উল্লেখ্য, ২০১৩ সালে সিরিয়ার গৃহযুদ্ধে প্রবেশ করে লেবাননের শিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর ঠিক কয়েক মাস পর সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে ইরান। আসাদ সরকারকে টিকিয়ে রাখতে সুন্নি সংগঠনগুলোকে বিতাড়িত করতে সহায়তা করে শিয়া এই দেশটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর
আপনার মূল্যবান মতামত দিন: