
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন উদ্যোগকে বিলম্বিত হলেও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২৮ নভেম্বর, বৃহস্পতিবার সফররত ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, “প্রেসিডেন্ট বাইডেনের এই ঘোষণা আরও আগেই আসা উচিত ছিল। তবে, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আরও জোর দিয়ে বলেন যে, গাজায় একটি জরুরি, ন্যায্য এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হলে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি অর্জন সম্ভব নয়।
লেবানন ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসানে ২৭ নভেম্বর, বুধবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরদিন এরদোয়ান এ বক্তব্য দেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, “গাজা যুদ্ধ এবং লেবাননে সংঘাত শুরু হওয়ার পর থেকেই স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার জন্য আমরা আমাদের আগ্রহ প্রকাশ করে আসছি। এ ব্যাপারে আমাদের প্রস্তুতির কথাও বারবার জানিয়েছি। আমরা এখনও একই অবস্থানে অটল। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করতে দ্বিধা করব না।”
২৬ নভেম্বর, মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় নিয়ে তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েলসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান। প্রায় ১৪ মাস ধরে চলা সংঘাতের অবসানে তিনি প্রথমবারের মতো তুরস্কের মধ্যস্থতার বিষয়টি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
সূত্র: আনাদোলু এজেন্সি
আপনার মূল্যবান মতামত দিন: