ওমানে মসজিদের কাছে গুলিতে চারজন নিহত

মুনা নিউজ ডেস্ক | ১৬ জুলাই ২০২৪ ১৮:০৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ওমানের রাজধানী মাস্কাটের একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে।  ১৬ জুলাই, মঙ্গলবার ভোরে শিয়া মুসলমানদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মাস্কাটের পূর্বে অবস্থিত ওয়াদি আল-কবিরে এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ঘটনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, ঘটনার আশেপাশের পরিস্থিতি উদঘাটনের জন্য প্রমাণ সংগ্রহ এবং তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। হামলার কারণ বা সম্ভাব্য সন্দেহভাজনদের চিহ্নিত করা যায়নি। ঘটনার পর, এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আহতদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওমানে পাকিস্তানের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। ওমানের সব পাকিস্তানি নাগরিকদের কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পর, মাস্কাটে আমেরিকান দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ওমানে এ ধরনের সহিংসতার ঘটনা খুবই বিরল। তাছাড়া আশুরার দিন এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: